News71.com
 Sports
 25 Nov 23, 11:06 AM
 118           
 0
 25 Nov 23, 11:06 AM

আনচেলত্তির জন্য রিয়ালই সঠিক!

আনচেলত্তির জন্য রিয়ালই সঠিক!

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ছেড়ে কার্লো আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার খবরটি এখনো মৌখিক পর্যায়ে, কিন্তু এ নিয়ে আলোচনা থেমে নেই। জোসে মরিনিও মনে করেন, একমাত্র পাগল হলেই কারও পক্ষে রিয়ালের দায়িত্ব ছাড়া সম্ভব! আনচেলত্তির জন্য রিয়ালই সঠিক ক্লাব বলে মনে করেন রোমার পর্তুগিজ কোচ। মরিনিওর মতে, রিয়াল ছেড়ে ব্রাজিলে যাওয়া হবে পাগলামি।

গত জুলাইয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি দাবি করেন, আগামী বছরের কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। যদিও এ বিষয়ে দুই পক্ষের আনুষ্ঠানিক কোনো চুক্তির খবর আসেনি এখনো। সম্প্রতি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলে ফের নতুন করে ওঠে ওই আলোচনা। শোনা যাচ্ছে, আনচেলত্তি ব্রাজিলের হাল ধরলে রিয়ালের দায়িত্ব উঠতে পারে স্কালোনির কাঁধে। টিজিওয়ানের সঙ্গে আলাপচারিতায় আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা জানান মরিনিও। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন