News71.com
 Sports
 26 Nov 23, 11:12 AM
 111           
 0
 26 Nov 23, 11:12 AM

নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের দ্রুততম ৫০ গোলের মাইলফল

নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের দ্রুততম ৫০ গোলের মাইলফল

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে দ্রুততম ৫০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান তারকা রেকর্ডটি গড়তে তিনি খেলেছেন ৪৮টি ম্যাচ। হালান্ডের আগে এতদিন দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফুটবলার অ্যান্ড্রু কোলের। সর্বশেষ নটিংহাম ফরেস্টের হয়ে খেলা এই তারকা ৬৫টি ম্যাচে ৫০ গোল করেছিলেন।

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সর্বশেষ নিউক্যাসলের হয়ে খেলা অ্যালান শিয়ারার। তিনি ৬৬ ম্যাচে ৫০টি গোল করেছিলেন। তারপরের অবস্থানে রয়েছেন ডাচ ফুটবলার রুড ভ্যান নিস্টেলরয় (৬৮)। পঞ্চম স্থান ভাগাভাগি করেছেন স্প্যানিশ তারকা ফার্নান্দো টরেস এবং মিশরের মোহাম্মদ সালাহ। তারা এই মাইলফলকে যেতে খেলেছেন ৭২টি ম্যাচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন