News71.com
 Sports
 26 Nov 23, 02:28 PM
 132           
 0
 26 Nov 23, 02:28 PM

গোপনে ভিডিও করার অভিযোগ টেনিস তারকা নালবান্দিয়ানের বিরুদ্ধে

গোপনে ভিডিও করার অভিযোগ  টেনিস তারকা নালবান্দিয়ানের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারে কখনো গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি দাভিদ নালবান্দিয়ান। একবার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন, অন্য কোনো গ্র্যান্ডস্ল্যামে তাও পারেননি। চারবার সেমিফাইনালে উঠে আটকা পড়েছেন। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তাকে নতুন টেনিস তারকা বলে ধরে নিয়েছিলেন অনেকেই।

রজার ফেদেরারকে টানা পাঁচ ম্যাচে হারানো আর্জেন্টাইন তারকা ক্যারিয়ারে কখনো শৃঙ্খলিত ছিলেন না। তাই বলে তার বিরুদ্ধে এতটা ভয়ংকর অভিযোগ উঠতে পারে, সেটিও অকল্পনীয় ছিল। সাবেক বান্ধবীর বেডরুমে গোপন ক্যামেরা রেখে ভিডিও করার অভিযোগ উঠেছে নালবান্দিয়ানের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন