News71.com
 Sports
 27 Nov 23, 11:07 PM
 131           
 0
 27 Nov 23, 11:07 PM

শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বরখাস্ত

শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বরখাস্ত

 

 

স্পোর্টস ডেস্কঃ ভারতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি শ্রীলংকা ক্রিকেট দল। যে কারণে ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাদের সেচ্ছায় পতদ্যাগের নির্দেশ দেন শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের। সেই দ্বন্দ্বের জেরেই আজ মন্ত্রিসভায় নিজের পদ হারালেন রানাসিংহে। তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। 

 

বরখাস্ত হওয়ার আগে জীবনসংশয়ের ঝুঁকিতে আছেন এমন অভিযোগ এনে শ্রীলংকার পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন রানাসিংহে। তিনি বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করতে চাওয়ার জন্য আমাকে হত্যা করা হতে পারে। এমনটা আশঙ্কা করছি। আমাকে যদি রাস্তায় হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট এবং তার চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’ এমন অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন রানাসিংহে। বরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কিছু না জানালেও খবরটির সত্যতা নিশ্চিত করেছে তার অফিস। শুধু মন্ত্রিত্ব নয়, সরকারের অন্যান্য পদও হারিয়েছেন ৪৮ বছর বয়সী রানাসিংহে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন