News71.com
 Sports
 29 Nov 23, 07:29 PM
 144           
 0
 29 Nov 23, 07:29 PM

মাগুরা থেকে ক্রিকেটের শুরু, সেখান থেকেই রাজনীতির হাতেখড়ি

মাগুরা থেকে ক্রিকেটের শুরু, সেখান থেকেই রাজনীতির হাতেখড়ি

 

 

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, মাগুরা স্টেডিয়াম থেকে আমার ক্রিকেটের শুরু। আবার সেখান থেকেই হলো রাজনীতির হাতেখড়ি। এজন্য আমি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমার আর কিছু পাওয়ার নেই। বুধবার বিকালে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে মাগুরাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

 

এর আগে দুপুর ২টার দিকে তিনি বিশাল গাড়ির বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। বিশ্বকাপ খেলা শেষে সাড়ম্বরে নিজ জেলা মাগুরায় ফিরলেন সাকিব আল হাসান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এবারের ফেরাটাও ছিল অন্যরকম জমকালো। সকাল ৮টায় ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে শতাধিক গাড়ির বহর নিয়ে রওনা দিলেও মাগুরা শহরে পৌঁছান প্রায় ৬ ঘণ্টা পর। পথে পথেই ছিল তার জন্য সংবর্ধনার আয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন