স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ও ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির পাশে স্থান করে নিলেন নিউজিল্যান্ড দলের সাবেক অধিনায়ক কেন উইলিয়াসমন। কেইন উইলিয়ামসন এক নিভৃতচারী ব্যাটার। বাইশ গজে তার নিঃশব্দ উপস্থিতি যেন নিঃস্তরঙ্গ ঢেউয়ের মতো। চুপিসারে নিজের কাজটা করে যান। কাজ শেষে উচ্ছ্বাস প্রকাশেও সংযত তিনি। এই যেমন ক্রিকেটের আদি ফরম্যাটে ২৯টি সেঞ্চুরির মালিক হয়েও ভাবলেশহীন। ২৯ সংখ্যার গরিমা হলো-এই সংখ্যার সঙ্গে জড়িয়ে রয়েছে ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলির নাম। বুধবার তাদের পাশে বসে গেলেন উইলিয়ামসন।
ব্র্যাডম্যান ও কোহলির মতো কিউই তারকা ব্যাটারেরও টেস্ট সেঞ্চুরির সংখ্যাও ২৯টি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টানা চারটি টেস্ট সেঞ্চুরি করেও উচ্ছ্বাস তাকে স্পর্শ করে না। অ্যান্ড্র-জোন্সের পর দ্বিতীয় কিউই খেলোয়াড় হিসাবে পরপর তিনটি টেস্ট ইনিংসে সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসন নিজের কৃতিত্বকে আড়াল করে অন্যের প্রশংসা করতেই যেন ভালোবাসেন।