News71.com
 Sports
 30 Nov 23, 10:06 PM
 157           
 0
 30 Nov 23, 10:06 PM

টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি

টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি

 

স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২১২ রান। ইতোমধ্যে লিড হয়েছে ২০৫ রান। ১০৪ ও ৪৩ রানে অপরাজিত আছেন শান্ত ও মুশফিকুর রহিম। আঙ্গুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে ৩১০ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে বুধবার দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান করে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করেন নিউজিল্যান্ডের দুই পেসার কাইল জেমিসন ও টিম সাউদি। নবম উইকেটে তারা ৫১ রানের জুটি গড়েন। তাদের কল্যাণেই ৩১৭ রানে অলআউট হয়ে ৭ রানের লিড পায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে ১১টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করেন কেন উইলিয়াসমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন