স্পোর্টস ডেস্কঃ কোনো সম্পর্ক স্থায়ী হলো না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। গত অক্টোবরে যখন ব্রুনা-নেইমারের ঘর আলো করে কন্যাসন্তান আসে, মনে হচ্ছিল সম্পর্কটা বুঝি পূর্ণতার দিকে এগোচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেটি ভুল ধারণা হিসেবেই প্রমাণিত হতে যাচ্ছে। ব্রুনা বিয়ানকার্দি আজ ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়ে দিয়েছেন, ব্রাজিল ও আল হিলাল সুপারস্টার নেইমারের সঙ্গে তার সম্পর্কটা শেষ হয়ে গেছে। দুজনের সম্পর্কে যা একটু টান, সেটি মাসখানেক আগে জন্ম নেওয়া মেয়ে মাভির জন্যই বলে জানিয়েছেন ব্রুনা।
'ব্যাপারটা ব্যক্তিগত, কিন্তু যেহেতু নিয়মিতই হাজারো খবর, গুজব আর হাসিঠাট্টার বিষয়বস্তু হচ্ছিল, সে কারণে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে, আমি কারও সঙ্গে কোনো ধরনের সম্পর্কে আর নেই। আমরা মাভির মা-বাবা, এটাই আমাদের মধ্যে যা সম্পর্কের সেতু। আশা করি আমাকে আর এসব (নেইমারের বিশ্বাসঘাতকতা সংক্রান্ত) খবরের সঙ্গে জড়ানো হবে না। সবাইকে ধন্যবাদ'-ইনস্টাগ্রামে আজ জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান মডেল ব্রুনা।