News71.com
 Sports
 02 Dec 23, 03:45 PM
 129           
 0
 02 Dec 23, 03:45 PM

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বিগ্ন আইসিসি

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বিগ্ন আইসিসি

স্পোর্টস ডেস্কঃ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিযোগিতার ছয় মাস আগে ম্যাচ আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল আয়োজক দেশ ডমিনিকা। সেই দেশের সরকার জানিয়েছে, তারা ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করতে পারবে না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। কয়েকটি ম্যাচ হওয়ার কথা ছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ডমিনিকায়। তারাই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চাইছে না। 

ডমিনিকা সরকারের যুব সংস্কৃতি ক্রীড়া এবং কমিউনিটি উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্টেডিয়াম উন্নয়নের কাজ শেষ করতে পারবে না তারা। ওয়েস্ট ইন্ডিজের সাতটি দ্বীপ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হওয়ার কথা ছিল। ডমিনিকার উইন্ডসর পার্ক ছিল অন্যতম ভেন্যু। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামের উন্নয়নের কাজ শেষ করা সম্ভব হবে না বলে জানানো হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন