News71.com
 Sports
 03 Dec 23, 03:34 PM
 709           
 0
 03 Dec 23, 03:34 PM

আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছা লিওনেল মেসির

আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছা লিওনেল মেসির

 

 

স্পোর্টস ডেস্কঃ আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছা লিওনেল মেসির। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ভেবেছিলেন, বিশ্বকাপে আর খেলবেন না। কিন্তু এখন তার অন্য ভাবনা। আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছা তার। তবে আপাতত মেসি ভাবছেন কোপা আমেরিকা খেলার কথা। আগামী বছর এই প্রতিযোগিতায় খেলার কথা আর্জেন্টিনার। সেখানে খেলবেন মেসি।

 

তিনি বলেন, ‘যতদিন মনে হবে পারছি, ততদিন খেলব। আমি এখন শুধু কোপা আমেরিকা নিয়ে ভাবছি। সময়ই বলবে আমি পরের বিশ্বকাপে খেলব কি না। তখন আমার বয়স হবে ৩৯। ওই বয়সে বিশ্বকাপ খেলা কঠিন। ২০২২ বিশ্বকাপের পর মনে হয়েছিল আমি অবসর নিচ্ছি। এখন আমি দলের সঙ্গে থাকতে চাই। স্পেশাল একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা। এটা উপভোগ করতে চাই আমি। আরও দু-তিন বছর খেলতে চাই। অনেক ফুটবল খেলা এখনো বাকি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন