News71.com
 Sports
 03 Dec 23, 10:43 PM
 184           
 0
 03 Dec 23, 10:43 PM

ক্রিকেটার মোহম্মাদ শামির সাবেক স্ত্রী হাসিন ফের আলোচনায়

ক্রিকেটার মোহম্মাদ শামির সাবেক স্ত্রী হাসিন ফের আলোচনায়

 

 

স্পোর্টস ডেস্কঃ ফের চর্চায় এলেন ভারতীয় ক্রিকেটার মোহম্মাদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের পর ফের সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। ইনস্টাগ্রামে হাসিন এক নামহীন ব্যক্তির মুখ ঢেকে একটি ছবি পোস্ট করেছেন। 

 

লিখেছেন ওই ব্যক্তি তাকে গালাগাল করেছিলেন, অশালীন ব্যবহার করেছিলেন। তবে গ্রেফতার হওয়ার পর তিনি ক্ষমা চেয়েছিলেন। বারবার হাসিনের কাছে তিনি অনুরোধ করেন, যে আমার চাকরি চলে যাবে, জীবনে দাগ লেগে যাবে। তবে শেষ পর্যন্ত ওর চাকরিটা চলেই গেল। অনেকেই এভাবে গ্রেফতার হয়েছেন এবং হচ্ছেন। হাসিন আরও লিখেছেন, তাই কোনো খারাপ কাজ করার আগে ভাবা উচিত। যে যদি এর ফল ভালো না হয়, তা হলে কে বাঁচাতে আসবে!এর পর তিনি লেখেন, কোনো পরীর পেছনে ছোটা উচিত নয়, নিজের কর্মফল নিজেকেই ভুগতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন