স্পোর্টস ডেস্কঃ ম্যাচ তো নয় যেন রুদ্ধশ্বাস কোনো থ্রিলার মুভি। গোল আর পালটা গোলে ক্ষণে ক্ষণে রং বদলের লড়াইয়ে আর্সেনালের পয়েন্ট হারানো তখন প্রায় নিশ্চিত। ম্যাচ শেষ হতে বাকি আর মাত্র কয়েক সেকেন্ড। ঠিক তখনই দারুণ এক হেডে ব্যবধান গড়ে দেন ডেলকান রাইস। সাত গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তের গোলে লুটন টাউনকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান সুসংহত করল আর্সেনাল।
মঙ্গলবার রাতে লুটনের মাঠে গ্যাব্রিয়েল মার্তিনেলি ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে প্রথমার্ধে দুবার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে গানাররা। ৬০ মিনিটে কাই হাভার্টজ ম্যাচে সমতা ফেরানোর পর ৯৭ মিনিটে গোল করে আর্সেনালকে জয় এনে দেন ইংলিশ মিডফিল্ডার রাইস। নাটকীয় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থাকা লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে আর্সেনাল।