স্পোর্টস ডেস্কঃ বাবর আজম পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার পর পিসিবির পক্ষ থেকে পাকিস্তানের নতুন টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত করা হয় শান মাসুদকে। নেতৃত্ব হাতে পেয়েই বোর্ড তথা নির্বাচকদের আস্থার মর্যাদা রাখেন মাসুদ। অস্ট্রেলিয়া সফরে পা দিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই অধিনায়কোচিত দৃঢ়তায় পাকিস্তান দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন শান মাসুদ। তিনি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ৩২৪ রান তোলে। ক্যাপ্টেন মাসুদ প্রথম দিনই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি অপরাজিত ছিলেন ১৫৬ রান করে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট ছেড়ে দেয় ৯ উইকেটে ৩৯১ রান তুলে। শান মাসুদ ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন।