স্পোর্টস ডেস্কঃ টার্গেট ১৩৭। উইকেটে বল লাটিমের মতো ঘুরছে। এই স্বল্প টার্গেটেই জয়ের স্বপ্ন দেখছিলেন নাজমুলরা। স্বপ্ন দেখলেও শেষ রক্ষা হয়নি। অথচ পরিচিত উইকেট, পরিচিত আবহাওয়া ছিল অনুষঙ্গ। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের সব আক্রমণ সামলে নেন নিউজিল্যান্ডের দুই লেট অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপস ও মিচেল সান্তানার। দুজনে সপ্তম উইকেটে ৭০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটের অবিশ্বাস্য জয় উপহার দেন। এ জয়ে ১-১ ব্যবধানে শেষ হয়েছে সিরিজ।
সিলেটে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল ১৫০ রানে। প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান এবং ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গ্লেন ফিলিপস। দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছে টাইগার বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। নাজমুল হোসেন শান্তদের পরবর্তী মিশন নিউজিল্যান্ড।