News71.com
 Sports
 11 Dec 23, 05:57 PM
 149           
 0
 11 Dec 23, 05:57 PM

আইসিসি সেরা নারী ক্রিকেটার নির্বাচিত বাংলাদেশের নাহিদা আক্তার

আইসিসি সেরা নারী ক্রিকেটার নির্বাচিত বাংলাদেশের নাহিদা আক্তার

স্পোর্টস ডেস্কঃ মনোনয়ন পেয়েছিলেন গত মাসেও কিন্তু সেবার জিততে পারেননি। তবে এবার ঠিকই জিতে নিলেন পুরস্কার। নভেম্বর মাসে আইসিসি সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দিয়ে পুরস্কারটি নিজের করে নিলেন বাঁহাতি এই স্পিনার।

শুধু তা-ই নয়, এই পুরস্কার জেতা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেট। মাঝখানে দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন