স্পোর্টস ডেস্কঃ এ বছর সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়ার আগে ক্যারিয়ারের সেরা সময়টা রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন করিম বেনজেমা। সেখানে দীর্ঘদিন তার সতীর্থ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের আরেক দিকপাল লিওনেল মেসিকে প্রবল প্রতিপক্ষ হিসাবে পেয়েছেন বেনজেমা।
দুই গ্রেটকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলেও বিস্ময়করভাবে নিজের স্বপ্নের একাদশে মেসি ও রোনাল্ডোকে রাখেননি ৩৫ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড। তবে নিজেকে ঠিকই রেখেছেন বেনজেমা!
রোববার রাতে প্রকাশিত স্বপ্নের একাদশে গোলকিপার হিসাবে জার্মানির ম্যানুয়েল নুয়ারকে নিয়েছেন বেনজেমা। রক্ষণে সাবেক বার্সা তারকা দানি আলভেসের সঙ্গে তিন সাবেক রিয়াল সতীর্থ পেপে, সের্হিও রামোস ও মার্সেলোকে রেখেছেন তিনি। মাঝমাঠে তিন ফরাসি ক্লদ ম্যাকলেলে, পল পগবা ও জিনেদিন জিদানের সঙ্গে আছেন ব্রাজিলের রোনালদিনহো। আক্রমণ ভাগে বেনজেমার সঙ্গী আরেক ব্রাজিলীয় গ্রেট রোনালদো।