News71.com
 Sports
 12 Dec 23, 07:13 PM
 161           
 0
 12 Dec 23, 07:13 PM

আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ

আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ

স্পোর্টস ডেস্কঃ উম্মে আল হাসান শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনটাও একটু বিশেষ। ১২.১২.১২-দিন, মাস, সাল, একবিংশ শতাব্দীতে তিনটা সংখ্যা একই হওয়ার শেষ তারিখ ছিল এটা। দেখতে দেখতে সাকিব-শিশির জুটি পেরিয়েছে ১১ বসন্ত। ১১তম বিবাহবার্ষিকীর দিন যেন একটু স্মৃতিকাতর হয়ে পড়েন শিশির।

সাকিবের স্ত্রী তাদের কাপল ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়া খুবই ছোট। এখানে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের স্থানটাই বেশি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা একে অপরের পাশে রয়েছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন এবং শেষ পর্যন্ত আমরা এভাবে কাটিয়ে দিতে পারি। ভালোবাসা শুধু একটা শব্দ। তবে অনুভূতিটাই বিশেষ কিছু। ১১ বছরে পা দিলাম ও আরও হবে ইনশা আল্লাহ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন