News71.com
 Sports
 12 Dec 23, 07:13 PM
 146           
 0
 12 Dec 23, 07:13 PM

অনির্দিষ্টকালের জন্য স্থগিত তুরস্কের শীর্ষ ফুটবল লিগ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত তুরস্কের শীর্ষ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্কঃ তুরষ্কের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সুপার লিগে সোমবার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুসু ক্লাবের সভাপতি ফারুক কোকা। 

আঙ্কারায় আঙ্কারাগুসু ও রিজেসপোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। এরপরই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্কের শীর্ষ ফুটবল লিগ। সোমবার এরিয়ামান স্টেডিয়ামে ম্যাচের ৯৭ মিনিটে রিজেসপোর গোল করে ১-১’এ সমতা ফেরায়। শেষ বাঁশি বাজার সাথে সাথে কোকা মাঠে প্রবেশ করে রেফারি হালিল উমুত মেলারকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। ম্যাচের পর আঙ্গারাগুসুর সমর্থকরা মাঠের মধ্যে প্রবেশ করে। মেলারকে পুলিশের সহায়তায় ড্রেসিং রুমে ফিরিয়ে আনা হয়। ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন