News71.com
 Sports
 13 Dec 23, 01:45 AM
 98           
 0
 13 Dec 23, 01:45 AM

আগামী বছরের শুরুতে মেসি ও রোনালদোর দ্বৈরথ

আগামী বছরের শুরুতে মেসি ও রোনালদোর দ্বৈরথ

স্পোর্টস ডেস্কঃ আগামী বছর সৌদি আরবে দু’টি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। এর মাধ্যমে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও তার পুরনো প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে আবারও দেখা হবার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছিল রোনালদোর আল নাসর ক্লাবের সাথে রিয়াদে একটি ম্যাচ তারা খেলবে। তবে তখনো ম্যাচটির তারিখ চূড়ান্ত হয়নি।

গতকাল সোমবার ইন্টার মিয়ামির পক্ষ থেকে ম্যাচ দু’টি তারিখ নির্ধারণের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৯ জানুয়ারি রিয়াদের কিংডম এরেনাতে সৌদি পরাশক্তি আল হিলালের মোকাবেলা করবে ইন্টার মিয়ামি। ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে তারা আল নাসরের মুখোমুখি হবে। এর মাধ্যমে রোনালদোর সাথে আবারও মেসির মাঠে দেখা হবার একটি সুযোগ তৈরি হয়েছে। ২০০৮ সালে প্রথমবার আধুনিক ফুটবলের অন্যতম এই দুই সেরা তারকা একে অপরের মুখোমুখি হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন