News71.com
 Sports
 13 Dec 23, 11:46 AM
 160           
 0
 13 Dec 23, 11:46 AM

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ আগ্রাসী ফিফটিতে ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন সূর্যকুমার যাদব ও রিংকু সিং। তবে এই দুজন আড়ালে পড়ে গেলেন রিজা হেনড্রিকসের ঝড়ো ব্যাটিংয়ে। ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।  

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার জয় ৫ উইকেটে। গেবেখার সেন্ট জর্জেস পার্কে ভারত ১৯.৩ ওভারে ১৮০ রান করার পর নামে বৃষ্টি। পরে দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা। ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন