News71.com
 Sports
 19 Jul 16, 12:26 PM
 671           
 0
 19 Jul 16, 12:26 PM

ইংল্যান্ডের নতুন কোচ স্কলারি!

ইংল্যান্ডের নতুন কোচ স্কলারি!

 

নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের কোচ পদে রয় হজসনের স্থলাভিষিক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ লুইস  ফেলিপে স্কলারি। চলমান ইউরোর নকআউট পর্বে (শেষ ষোলো) আইসল্যান্ডের কাছে হারের পর সরে দাঁড়ান হজসন।

এখন সম্ভাব্য  কোচের সন্ধানে ইংলিশরা। এর আগে ২০০৬ সালে পর্তুগালের দায়িত্বে থাকা অবস্থায় ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন স্কলারি। এখন তিনি নিজেই ওয়েইন রুনিদের কোচিং করাতে আগ্রহী হয়ে উঠেছেন!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন