স্পোর্টস ডেস্কঃ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রোটিয়াদের এর আগে এই ফরম্যাটে দুবার হারিয়েছে টাইগ্রেসরা। কিন্তু দুবারই ছিল ঘরের মাটিতে।
তবে এবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। রেকর্ডগড়া দলীয় সংগ্রহের পর তুলে নেয় ১১৯ রানের দাপুটে এক জয়। রানের হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটি ছিল ২০১১ সালে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ৮২ রানের জয় পায় টাইগ্রেসরা। গতকাল (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিনে নামা মুর্শিদা খাতুন খেলেন ১০০ বলে ১২ চারে অপরাজিত ৯১ রানের দারুণ ইনিংস। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে।