News71.com
 Sports
 17 Dec 23, 12:44 PM
 163           
 0
 17 Dec 23, 12:44 PM

বাংলাদেশকে ২৪৫ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২৪৫ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ বারবার বৃষ্টির বাধায় ৩০ ওভারে নামিয়ে আসা ম্যাচে ২৩৯ রানে থেমেছে নিউজিল্যান্ড। উইল ইয়াংয়ের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে টম লাথামের দল। তবে ডিএলএস পদ্ধতিতে প্রথম ওয়ানডে জিততে ৩০ ওভারে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান। টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘণ্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে।

 

 

বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। শরিফুলকে প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বল প্রান্ত বদল হয়। স্ট্রাইকে এসে প্রথম বল ছেড়ে দেন রাচিন। পরের বলটি অফ স্টাম্পের একটু বাইরের বল ব্যাটে কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়। এক বল বিরতি দিয়ে শরিফুল উইকেট নেন আরও একটি। এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে নিউজিল্যান্ড।

 

এরপর উইল ইয়াং ও টম লাথামের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচ চলে আসে ৪০ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। পরে তৃতীয় দফায় আবার বৃষ্টি নামে। এতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে। তবে বৃষ্টির পর খেলতে নেমে দুর্দান্ত গতিতে ছুটতে থাকে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত  উইল ইয়াংয়ের সেঞ্চুরিতে সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৩৯ রান করে কিউইরা।  

 

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন