স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না কেইন উইলিয়ামসন। ২৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজটিতে থাকছেন না পেস অলরাউন্ডার কাইল জেমিসনও। অধিনায়ক উইলিয়ামসনের হাঁটুতে সমস্যা, জেমিসনের হ্যামস্ট্রিংয়ে। উইলিয়ামসন ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। আর দুই খেলোয়াড়ের জায়গায় দলে ডাকা হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, সম্প্রতি ফিরে আসা হাঁটুর চোটের কারণে আপাতত পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। আর জেমিসনকে নতুন বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়ার জন্য ঝুঁকিমুক্ত রাখতে চায় তারা। এ বিষয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, কেইন ও কাইল দুজনকেই আমরা সামনের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য সেরা অবস্থায় পেতে চাই। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।