স্পোর্টস ডেস্কঃনিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতল বাংলাদেশ। আগের আঠারো বারের দেখায় কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। অবশেষে শনিবার নেপিয়ারে দাপুটে জয়ে নতুন করে ইতিহাস লিখল বাংলাদেশ। যেমন বোলিং, তেমন ব্যাটিং। প্রভাব বিস্তারকারী পারফরম্যান্স যাকে বলে, তেমন কিছুর দেখা মিলল নেপিয়ারের সবুজ ঘাসে। বোলিংয়ে অপ্রতিরোধ্য, ব্যাটিংয়ে আক্রমণাত্মক। তাতে জয় চলে আসে সহজে। টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় বোলাররা।
পেসার তানজিম হাসান তামিম, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার ৩টি করে উইকেট নেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শান্তর অপরাজিত ৫১ ও এনামুলের ৩৭ রানে বাংলাদেশ জয় পেয়ে যায় অতি সহজে। তাতে ৯ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে রঙিণ পোশাকে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।