News71.com
 Sports
 24 Dec 23, 11:49 AM
 255           
 0
 24 Dec 23, 11:49 AM

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

স্পোর্টস ডেস্কঃ এই ম্যাচটা জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার মেয়েদের রেকর্ডের নিচে চাপা পড়ে হেরেছে নিগার সুলতানার দল। শনিবারের ম্যাচে উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিং নিয়ে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১৬ রান তোলে স্বাগতিকেরা। মেয়েদের ওয়ানডে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস হলেও এটিই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

আগের রেকর্ডটিও দক্ষিণ আফ্রিকার। ২০১৮ সালে পচেফস্ট্রুমে ৯ উইকেটে ২৭০ রান করেছিল দলটি। ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২৮ রানেই প্রথম ৪ উইকেট হারাতেই ফল নিয়ে সব অনিশ্চয়তা শেষ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা, ফর্মে থাকা মুরশিদা খাতুন ও ওপেনার শামীমা সুলতানা-স্বীকৃত সব ব্যাটারই যে আউট। বাংলাদেশ এরপর অলআউট হওয়ার আগে করতে পারে ঠিক ১০০ রান। হারের ব্যবধান ২১৬ রানের। মেয়েদের ওয়ানডেতে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগের রেকর্ড ১৫৪, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন