স্পোর্টস ডেস্কঃ ইংলিশ ফুটবল লিগে ম্যাচ পরিচালনা করে প্রথম নারী রেফারি হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন রেবেকা ওয়েলচ। তিনি ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ওয়াশিংটনের বাসিন্দা। ৪০ বছর বয়সী রেবেকা শনিবার বার্নলে ও ফুলহ্যামের মধ্যকার ম্যাচটি পরিচালনা করেন। ম্যাচটি ২-০ গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির বার্নলে।
২০১০ সালে রেফারিং ক্যারিয়ার শুরু করার সময় রেবেকা ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত ছিলেন। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক র্যাঙ্ক প্রাপ্ত হন। তিনি প্রথম নারী রেফারি হিসেবে কাজ করেছেন চ্যাম্পিয়নশীপ ও এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে যখন ম্যাচ রেফারি হিসেবে রেবেকা ওয়েলচের নাম ঘোষণা করা হয় তখন দর্শকরা হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান।