News71.com
 Sports
 26 Dec 23, 10:55 PM
 217           
 0
 26 Dec 23, 10:55 PM

আইসিসি র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে ফারজানা হক পিংকি

আইসিসি র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে ফারজানা হক পিংকি

স্পোর্টস ডেস্কঃ আইসিসি র‍্যাংকিংয়ে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। আজ প্রকাশিত বছরের শেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটিং বিভাগে ১৫ থেকে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। মেয়েদের র‍্যাংকিংয়ে এটিই বাংলাদেশের ব্যাটারদের সেরা অবস্থান।

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে ইতিহাস গড়েন ফারজানা হক পিংকি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে হাঁকান সেঞ্চুরি। সিরিজে মোট ১৪৫ রান করেছেন এই ওপেনার। এর পুরস্কারও পেলেন তিনি।
বাংলাশের প্রথম ও একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে ১ হাজারের ওপর রানের মালিক ফারজানা। এ বছর ওয়ানডেতে ৪৩৬ রান করেছেন এই ব্যাটার। নির্দিষ্ট এক বছরে বাংলাদেশের আর কোনো নারী ক্রিকেটার আড়াইশো রান ছাড়াতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন