নিউজ ডেস্ক : সাত দিন পরেই মাঠে গড়াবে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট-২০১৬। টানা তৃতীয়ভবারের মতো এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। এক সপ্তাহ আগে এশিয়া কাপের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রত্যেক ম্যাচের আগের দিন থেকে টিকিট বিক্রী হবে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) বিভিন্ন শাখায়। ইউসিবির নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষারা শাখায় ফতুল্লার ম্যাচের (বাছাইপর্ব) টিকিট পাওয়া যাবে। এ ছাড়া মূলপর্বসহ অন্য ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সোনারগাঁ জনপদ রোড শাখা, বিজয় নগর শাখা, গ্রগতি সরণী শাখা, বসুন্ধরা শাখা ও নয়াবাজার শাখায়।
এবারের এই আসরের মূল পর্বের টিকিটের দাম সর্বনিম্ন ১৫০ টাকা ও সর্বোচ্চ ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাছাইপর্বের সাধারণ গ্যালারির টিকিট মিলবে মাত্র ২০ টাকায়। আর ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা।