News71.com
 Sports
 12 Jan 24, 10:25 AM
 199           
 0
 12 Jan 24, 10:25 AM

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি কাপের খেলা আজ শুরু॥

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি কাপের খেলা আজ শুরু॥

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু এএফসি এশিয়ান কাপ। এবারের এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই গত বছরের ১৬ জুন থেকে ১৬ জুলাই চীনে হওয়ার কথা থাকলেও কভিড-১৯ মহামারির কারণে সেটি সরে আসে কাতারে। ২০২২ সালের ১৪ মে এএফসি এই সিদ্ধান্ত নেয়। এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপ আয়োজন করবে কাতার, সেটিও ১৩ বছর পর। ১৯৫৪ সালে হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ ভিয়েতনাম ও ইসরায়েল—এই চার দল নিয়ে হয়েছিল এ টুর্নামেন্ট। এরপর থেকে চার বছর পর পর নিয়মিতভাবে হয়ে আসছে এএফসি এশিয়ান কাপ। এবারেরটি ১৮তম সংস্করণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন