স্পোর্টস ডেস্ক : সিপিএল খেলতে গিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ বা অন্য বড় কোনো শিরোপা না জিতেই অভিমানে অবসর নিয়েছেন লিওনেল মেসি। সাকিব আল হাসানও মেসিভক্ত। মেসির বেদনায় অনেকটাই কাতর সাকিব আল হাসান। ক্যারিবীয় দেশে বসে দেয়া সাক্ষাৎকারে এমনটাই ভঙ্গি তার। সাকিব আল হাসানের একান্ত ইচ্ছা বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো।
সাকিব আল হাসান বলেছেন, আমি বিশ্বকাপ বা বড় কোনো শিরোপা না জিতে অবসরই নেব না। সাকিব আল হাসান বলেন, ব্যর্থতায় মেসি অবসর নেয়াকে বেছে নিয়েছেন। কিন্তু আমি এভাবে অবসরে যেতে চাই না।
দেশসেরা ক্রিকেটার সাকিব বলেন, দেশের জন্য বড় কোনো শিরোপা না জিতে অবসরের কথা ভাবতেই চাই না। সাকিব জোর দিয়ে বলেন, ইনশাআল্লাহ এতটুকু আপনাদের বলে রাখতে পারি।