স্পোর্টস ডেস্ক: স্পন্সর হিসেবে কাতার এয়ারওয়েজের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ১ বছরের জন্য বাড়ালো বার্সেলোনা। যার ফলে আগামী ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটির টাইটেল স্পন্সর থাকবে মধ্যপ্রাচ্যের এই বিমান পরিবহন সংস্থাটি।
আর এর আগে দুই পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির মেয়াদ ছিল ২০১৫-২০১৬ মৌসুমের শেষ পর্যন্ত। চলতি মেয়াদ শেষ হওয়ার পরপরই মূলত: আরও আকর্ষণীয় পৃষ্ঠপোষকের খোঁজ করছিল কাতালান ক্লাবটি। বর্ধিত চুক্তিতেও মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পূর্বের শর্তেই বার্সেলোনার জার্সিতে শোভা পাবে কাতার এয়ারওয়েজের লোগো।
এক বিবৃতিতে বার্সেলোনার মার্কেটিং ও কমিউনিকেশন বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট মানেল অরোয়ো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বার্সার সুনাম আরো বৃদ্ধিতে সহায়তা করছে কাতার এয়ারওয়েজ। আর আরো একটি মৌসুম একত্রে কাটানোর এই সুযোগ পেয়ে আমরা খুশি। আশা করছি আগামীতেও আমরা একই ধারায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব।’ কাতার ফাউন্ডেশনকে হটিয়ে ২০১৩ সালে বার্সেলোনার পৃষ্ঠপোশকতায় সম্পৃক্ত হয় কাতার এয়ারওয়েজ।