স্পোর্টস ডেস্ক : শত প্রতিক্ষার অবসন ঘটিয়ে স্বপ্ন পূরনের প্রত্যাশায় রানীর দেশ ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান । সেখানে ‘দ্য ফিজ’ মাঠ কাপাবেন ‘সাসেক্স’ এর হয়ে । অবশেষে ভিসা জটিলতা কেটে যাওয়ায় আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। সফরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল ‘সাসেক্সের’ হয়ে ৭টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার।
এরপর যথাক্রমে ২২, ২৪, ২৭, ২৮, ৩০ জুলাই ও ২ আগস্ট। তবে ‘সাসেক্স’ যদি নকআউট পর্বের টিকিট পায় তাহলে মুস্তাফিজের ম্যাচের সংখ্যা বাড়বে। বাংলাদেশের এই তরুন বোলার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ তার বোলিং জাদুতে কাবু করবে সকল প্রতিপক্ষের ব্যাটিং লাইনকে – এটাই প্রত্যাশা সবার ।