News71.com
 Bangladesh
 07 Apr 16, 04:42 AM
 498           
 0
 07 Apr 16, 04:42 AM

মুরাদপুরে মধুবন ব্রেড এন্ড বিস্কুট লিঃ-কে ২ লাখ টাকা জরিমানা ।।

মুরাদপুরে মধুবন ব্রেড এন্ড বিস্কুট লিঃ-কে ২ লাখ টাকা জরিমানা ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ‘মধুবন ব্রেড এন্ড বিস্কুট লিঃ কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭’এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয় । মধুবনের ম্যানেজারের নাম আবু তাহের। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার বিলছড়ি এলাকার মোঃ দেলোয়ার হোসেনের পুত্র ।

সকালে এক প্রেসবার্তায় র‌্যাবের মিডিয়া ম্যানেজার আমিরুল্লাহ সংবাদ মাধ্যমে বিয়ষটি জানিয়েছেন । তিনি বলেন, মুরাদপুর এলাকার মধুবনে বিস্কুট ও রুটি উৎপাদন মেয়াদ উত্তীর্ণ উপকরণ, অযোগ্য কেমিক্যাল রং ও প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তাছাড়া কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা । গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে এএসপি আমিররুল্লাহ এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুললাহ আল মনসুর এর সহায়তায় ভ্রাম্যমান আদালত প্রায় ২ঘন্টা অভিযান চালায় । ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৪২, ৪৩ এবং ৫০ ধারা মোতাবেক মধুবনকে ২ লাখ টাকা জরিমানা করা হয় । আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন