News71.com
 Bangladesh
 03 Aug 18, 06:24 PM
 218           
 0
 03 Aug 18, 06:24 PM

৭আগষ্ট ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।।

৭আগষ্ট ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ট দু’দিনের সফরে ঢাকায় আসছেন ৭ আগস্।পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৭-৮ আগস্ট দু’দিন ঢাকা সফর করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।ঢাকায় আসার আগে টোকিও থেকে মিয়ানমার সফরে যাবেন তিনি।মিয়ানমার থেকে ঢাকায় আসবেন তারো কোনো।পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১৩-১৬ মে টোকিও সফর করেন।সে সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রীকে ঢাকা সফরের আহ্বান জানিয়েছিলেন তিনি। সে অনুযায়ী এ সফর হচ্ছে।জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহায়তাও চেয়ে আসছে বাংলাদেশ। আসন্ন সফরে সে বিষয়ে টোকিওর কাছে আবারো আলোচনা তুলতে চায় ঢাকা।


গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন। সে সময় জাপানের পক্ষ থেকে জানানো হয়েছিলো রোহিঙ্গা সঙ্কটের পরিপ্রেক্ষিতে জাপান মানবিক সহায়তা দেবে।সে অনুযায়ী রোহিঙ্গাদের জন্য জাপান মানবিক সহায়তা হিসেবে ২৩ দশমিক ৬ মিলিয়ন ডলারও দিয়েছে।এছাড়া রাখাইনে আগস্ট হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলো জাপান।ওই সহিংসতার জেরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতি নিয়েও জাপান উদ্বিগ্ন। এছাড়া রোহিঙ্গাদের ফেরাতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছে।সূত্র জানায়, জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়।সে কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি। এছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটা নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনা তুলবেন বলে আশা করা হচ্ছে।বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু জাপান। ঢাকা-টোকিওর মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে উভয়পক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন