News71.com
 Bangladesh
 23 Jan 25, 10:49 PM
 11           
 0
 23 Jan 25, 10:49 PM

তিন পরিবর্তনে গুরুত্বারোপ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের॥

তিন পরিবর্তনে গুরুত্বারোপ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের॥

 

নিউজ ডেস্কঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ ২০২২ সংশোধনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ইতোমধ্যে একটি খসড়া চূড়ান্ত করেছে। সেখানে তিনটি পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো- বয়স, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংজ্ঞা। আগামী সপ্তাহেই সংশোনী প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে জামুকা অধ্যাদেশ সংশোধন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। এ বিষয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বেশ কিছু অসঙ্গতি আছে। এটা নিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরও আপত্তি রয়েছে। একজন মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণেও আপত্তি আছে। এসব বিষয়ে বৃহস্পতিবার আমরা বৈঠক করলাম। একটা খসড়া প্রস্তুত করা হচ্ছে। এরপর অধ্যাদেশের জন্য চূড়ান্ত করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, আইন সংশোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির সর্বনিম্ন বয়সসীমা নতুন করে নির্ধারণ করা হবে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ ও অন্যদের ক্ষেত্রে পরিচয় হবে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। সব শ্রেণির মুক্তিযোদ্ধার প্রকৃত বয়স নির্ধারিত ছিল সাড়ে ১২ বছর। নতুন অধ্যাদেশে তা বাড়িয়ে ১৩ বছর করা হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন ২০২২-এ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সহযোগীদের একই মর্যাদা দেওয়া হয়েছিল। তবে নতুন অধ্যাদেশে তা সংশোধন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন