News71.com
 Bangladesh
 21 Jan 16, 02:57 AM
 1301           
 0
 21 Jan 16, 02:57 AM

মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হার্ডিঞ্জ ব্রিজের ধংসাবশেষের সন্ধান : বাড়ছে দর্শনার্থীর ভীড়।।

মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হার্ডিঞ্জ ব্রিজের ধংসাবশেষের সন্ধান : বাড়ছে দর্শনার্থীর ভীড়।।

আব্দুল হামিদ: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় পদ্মা নদীর মাঝে লোহার বিশাল খণ্ড ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু হার্ডিঞ্জ ব্রিজের স্প্যানের অংশ এটি। স্থানীয়রা বলেছে এটি মুক্তিযুদ্ধের সময় বোমার আঘাতে ধ্বংস হওয়া স্প্যান। এই খবরটি ছড়িয়ে যাবার পর থেকে উৎসুক জনতা ভিড় করেছে স্প্যানটি দেখার জন্য।

পদ্মা নদীর পার্শবর্তী এলাকার অধিবাসি ও সথানীয় জেলেদের সাথে কথা বলে জানা সম্প্রতি কয়েকজন জেলে পদ্মার লক্ষ্মীকুণ্ডা এলাকায় মাছ ধরতে গেলে তাদের জাল পানির নিছে আটকে যায়, কয়েকজন জেলে পানিতে ডুব দিয়ে জাল ছাড়াতে গেলে একটি বিশাল আঁকার বস্তুর সন্ধান পান। তারা ভয়ে ভয়ে জাল ছাড়িয়ে সেখান থেকে চলে আসেন। বর্তমানে নদীতে পানি কমে গেলে সেখানে বড় আকৃতির এই স্প্যানটি (লৌহখণ্ড) ভেসে উঠেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সময়কালে বোমা হামলায় হার্ডিঞ্জ ব্রিজের ১২ নম্বরের এই স্প্যানটি নদীতে ভেঙে পড়ে। এটি সেই স্প্যানের অংশ। সেই সময়ের স্রোতে এটি ব্রিজ থেকে দুরে সরে গিয়েছিল বলে ধারনা করছেন রেল দপ্তর। দীর্ঘদিন পর নদীর পানি কমে যাওয়ায় এটি ভেসে উঠল বলে মনে করেন তারা। উল্লেখ্য বৃটিশদের নির্মিত এই হার্ডিঞ্জ ব্রিজের মোট স্প্যানের সংখ্যা ১৫টি। প্রতিটি স্প্যানের ওজন ১ হাজার ২৫০ মেট্রিক টন। এটির দৈর্ঘ্য ৩৬০ ফুট।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন