News71.com
 Bangladesh
 30 Apr 16, 01:49 AM
 589           
 0
 30 Apr 16, 01:49 AM

বরিশালের মুলাদীতে ৬ লাখ চিংড়ি রেনু উদ্ধার ।। ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বরিশালের মুলাদীতে ৬ লাখ চিংড়ি রেনু উদ্ধার ।। ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলা সদরের জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ত্রিশটি ব্যারেল থেকে প্রায় ৬ লাখ চিংড়ি রেনু পোনা উদ্ধার করেছে নৌপুলিশের সদস্যরা। এসময় ট্রলারে থাকা ২৪ জন শ্রমিককে আটক করা হয়।

আজ সকাল ১০টার দিকে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসব শ্রমিকদের বাড়ি লক্ষ্মীপুর ও ভোলা জেলায়।

অভিযানে নেতৃত্বে দানকারী বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোতালেব বলেন, গোপন সংবাদ পেয়ে ভোর রাতের দিকে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৬ লাখ চিংড়ি রেনু পোনা উদ্ধার করা হয়। এ সময় ২৪ জন শ্রমিককে আটক করা হয়। উদ্ধার করা রেনু পোনা সকাল ১১ টার দিকে জয়ন্তী নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আটক ২৪ জন শ্রমিককে রেনু পোনা বহনের দায়ে ৩ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন