News71.com
 Bangladesh
 23 Jun 16, 11:00 AM
 432           
 0
 23 Jun 16, 11:00 AM

কুমিল্লার মুরাদনগরে গ্রাম পুলিশের বাড়িতে মাদক ব্যবসায়ীদের হামলা

কুমিল্লার মুরাদনগরে গ্রাম পুলিশের বাড়িতে মাদক ব্যবসায়ীদের হামলা

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের গ্রাম পুলিশ শাহ আলমের বাড়িতে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। হামলায় শাহ আলমের স্ত্রীসহ আহত হয়েছেন শাহ আলম।

এ ঘটনায় মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করার পরও রহস্যজনক কারণে মামলা রুজু না হওয়ায় স্থানীয়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও মামলা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে গ্রাম পুলিশের পরিবারটি।

জানা যায়, মোচাগড়া গ্রামের জাঙ্গাল হাটিতে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মুরাদনগর থানার একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ সময় পুলিশ স্থানীয় গ্রাম পুলিশ শাহ আলমকে খবর দিয়ে এনে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে থানায় চলে যায়।

মাদক ব্যবসায়ীদের ধরার জন্য গ্রাম পুলিশ শাহ আলম পুলিশ এনেছেন- এমন সন্দেহে পরিকল্পিতভাবে তার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। মাদক ব্যবসায়ীরা গ্রাম পুলিশ শাহ আলম ও তার স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা স্বর্ণালংকার, টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।

এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাদক ব্যবসায়ীদের কবল থেকে তাদেরকে রক্ষা করে। এ ঘটনা নিয়ে মামলা কিংবা বাড়াবাড়ি করলে মাদক ব্যবসায়ীরা গ্রাম পুলিশ শাহ আলমের হাত-পা কেটে নেওয়াসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

ঘটনার প্রতিকার চেয়ে ওই এলাকার মাদক ব্যবসায়ী সীমা বেগম, শুকুনী বেগম, ডলি বেগম, হানিফ মিয়া, আরমান মিয়া এবং আবু বেগমসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে গ্রাম পুলিশ শাহ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন