নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় মা ও শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর মা ও শিশুকে ঢামেকে আনা হয়।
হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মা এখন চিকিৎসাধীন আছেন।