News71.com
 Bangladesh
 16 Apr 21, 09:31 PM
 11           
 0
 16 Apr 21, 09:31 PM

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের জুমার নামাজ আদায়।।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের জুমার নামাজ আদায়।।

নিউজ ডেস্কঃ করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজে অন্যান্য সময়ের তুলনায় অনেক ফাঁকা ছিল। মূল চত্বর ছাড়া বারান্দা সিঁড়ি-প্রাঙ্গণসহ বিভিন্ন স্থান খালি ছিল।

দেখা গেছে, ভেতরে একটির পর একটি কাতার ছেড়ে মুসল্লিরা বসেছেন। এ ছাড়া বেশিরভাগ কাতারেই দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হচ্ছে। অজুখানাসহ বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল। পাশাপাশি আগত মুসল্লিদের বেশির অংশকেই মাস্ক পরে মসজিদে আসতে দেখা গেছে। বেশি অংশের হাতে ছিল জায়নামাজও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন