News71.com
 Bangladesh
 28 Jul 21, 01:42 PM
 341           
 0
 28 Jul 21, 01:42 PM

পটুয়াখালীতে ৯৭.৪ মিলিমিটার বৃষ্টিপাতা রেকর্ড॥

পটুয়াখালীতে ৯৭.৪ মিলিমিটার বৃষ্টিপাতা রেকর্ড॥

নিউজ ডেস্কঃ গত এক সপ্তাহ ধরে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।  মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ৯৭ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে নিশ্চিত করেন পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কাজী কেরামত হোসেন। এদিকে টানা বর্ষণে জেলার বেশির ভাগ নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বেরি বাঁধের বাইরে এবং নিচু এলাকায় বসবাসরত অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। চরাঞ্চলের  অধিকাংশ মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। চলমান লকডাউন ও ধারাবাহিক বৃষ্টিপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আয়ের খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে মৌসুমী সবজি চাষিরা সবচেয়ে বড় ক্ষতির মুখে পরবেন বলে জানিয়েছে জেলা কৃষি অফিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন