News71.com
 Bangladesh
 25 Sep 22, 11:28 AM
 1129           
 0
 25 Sep 22, 11:28 AM

ডেপুটি স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ।।

ডেপুটি স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ।।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিযুক্ত হওয়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সংবর্ধনা অনুষ্ঠান ছিল আজ। দুপুরে এ অনুষ্ঠানে সংঘর্ষে জড়ায় জেলা আওয়ামী লীগের দুই গ্রুপ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। জানা গেছে, সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে। পাবনা জেলা আওয়ামী লীগের ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়েছিল দুপুর ১২টায়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় নেতারা বক্তব্য দিচ্ছিলেন। দুপুর ২টার দিকে নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বক্তব্য শুরু হওয়ার কথা ছিল। এর কয়েক মিনিট আগে অনুষ্ঠানের প্যান্ডেলের পেছনের দিকে দাঁড়ানো ও স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুটি গ্রুপে বাক বিতণ্ডা থেকে হাতাহাতির শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়।
09:58 AM
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন