News71.com
 Bangladesh
 03 Sep 23, 01:27 AM
 163           
 0
 03 Sep 23, 01:27 AM

হঠাৎ শিক্ষা কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা॥

হঠাৎ শিক্ষা কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা॥

নিউজ ডেস্কঃ নতুন শিক্ষাক্রমে সঠিকভাবে ক্লাস নেয়া হচ্ছে কি না, তা তদারকি করার লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের নিয়ে পরিদর্শন টিম গঠন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩০ আগস্ট) সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের প্রশিক্ষণ সহকারী পরিচালক ড. নীহার পারভীনের সই করা আদেশে বলা হয়, নতুন কারিকুলাম অনুযায়ী স্কুলগুলোতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস চলছে। এরই মধ্যে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

উপজেলার বিদ্যালয়গুলোর শিক্ষকরা প্রশিক্ষণ লব্ধজ্ঞান সঠিকভাবে প্রয়োগ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা পরিবীক্ষণ ও মূল্যায়ন করার জন্য উপজেলা মাস্টার ট্রেইনারদের অন্তর্ভুক্ত করে পরিদর্শন টিম গঠন করবেন। এ টিমের পরিদর্শন প্রতিবেদনের আলোকে যেসব স্কুলে সঠিকভাবে নতুন কারিকুলামের আলোকে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে না, সেসব স্কুলে ইন-হাউজ প্রশিক্ষণ আয়োজনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন