News71.com
 Bangladesh
 03 Sep 23, 10:07 AM
 162           
 0
 03 Sep 23, 10:07 AM

পদ্মার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর॥

পদ্মার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর॥


নিউজ ডেস্কঃ পদ্মার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ১২ সেন্টিমিটার। এ নিয়ে গত চার দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৫২ সেন্টিমিটার পানি বাড়ল। গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। সালমা খাতুন জানান, উজান থেকে নেমে আসা ঢলে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রবল স্রোত বইছে। সেখানে চলাচলকারী ফেরিগুলো তীব্র স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পারাপারে সময় বেশি লাগার ফলে ফেরির ট্রিপ সংখ্যা অনেকটা কমে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন