News71.com
 Bangladesh
 04 Sep 23, 12:09 PM
 65           
 0
 04 Sep 23, 12:09 PM

আকস্মিক ঝড়ে নেত্রকোনার কলমাকান্দায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত॥মৎস্যজীবী নিখোঁজ

আকস্মিক ঝড়ে নেত্রকোনার কলমাকান্দায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত॥মৎস্যজীবী নিখোঁজ


নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আকস্মিক ঝড়-বৃষ্টিতে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত পৌনে ৩টা থেকে ঝড় শুরু হয়ে চলে প্রায় ৪০ মিনিট। ঝড়ের কবলে পড়ে অনিল দাস (৪৫) নামের এক মৎস্যজীবী সোনাডুবি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে। স্থানীয়রা জানান, ঝড়ে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। কয়েক’শ গাছ উপড়ে গেছে। কিছু গাছ ভেঙে বসতঘরের ওপরে পড়েছে। একই সঙ্গে পল্লীবিদ্যুতের তারে গাছের ডাল ভেঙে পড়েছে। এতে বিছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন