News71.com
 Bangladesh
 04 Sep 23, 11:25 PM
 99           
 0
 04 Sep 23, 11:25 PM

চার দফা দাবি আদায়ে খুলনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচি পালিত॥

চার দফা দাবি আদায়ে খুলনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচি পালিত॥

নিউজ ডেস্কঃ অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ইন্টার্নশিপ বিরত রেখে ধর্মঘটের অংশ হিসেবে মানববন্ধন করেছে খুলনা জেলার সকল মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাধারণ শিক্ষার্থীরা। খুলনা সিভিল সার্জন (সিএস) দপ্তরের সামনে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র একটি বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করা এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী পাস করার পর উচ্চ শিক্ষা সুযোগের ব্যবস্থা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন