News71.com
 Bangladesh
 04 Sep 23, 11:26 PM
 111           
 0
 04 Sep 23, 11:26 PM

সংসদে নতুন বিল॥ইসি থেকে স্বরাষ্ট্রে এনআইডির নিবন্ধন

সংসদে নতুন বিল॥ইসি থেকে স্বরাষ্ট্রে এনআইডির নিবন্ধন

 

 

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। এ সময় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা করবে। পরিচয়পত্র সব নাগরিককে দেওয়া হবে। কোনো নাগরিকের ১৮ বছর বয়স হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম উঠে যাবে। এটা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই করা হচ্ছে। এখানে শঙ্কার কোনো কারণ নেই। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ দিনের সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

 

 

বিলে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য একজন নিবন্ধক থাকবেন। তিনি সরকারের মাধ্যমে নিযুক্ত হবেন। জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন প্রত্যেক নাগরিককে পরিচয় নিবন্ধন করতে হবে। এ জন্য নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধকের কাছে আবেদন করতে হবে। একজন নাগরিককে নিবন্ধক একটি নম্বর দেবেন। সেটা একক পরিচিতি নম্বর (ইউনিক আইডেনটিফিকেশন নম্বর) হিসেবে সব জায়গায় ব্যবহার করা হবে। নিবন্ধক নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করবে। এজন্য নিবন্ধকের কার্যালয়ের অধীন একটি সেল থাকবে। এই সেলে নির্বাচন কমিশনের এক বা একাধিক কর্মচারী দায়িত্ব পালন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন