News71.com
 Bangladesh
 04 Sep 23, 11:28 PM
 124           
 0
 04 Sep 23, 11:28 PM

সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন॥

সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন॥

 

 

 

নিউজ ডেস্কঃ সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, জাতীয় পার্টিতে নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে দুই শীর্ষ নেতা রওশন এরশাদ ও জি এম কাদেরের অনুসারীদের মধ্যে বিরোধ ততই বেড়ে চলেছে। প্রায় দেড় দশক ধরে সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলা জাতীয় পার্টির (জাপা) দুই অংশই এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে। ক্ষমতার বাইরে থাকতে চান না জাতীয় পার্টির শীর্ষ নেতারা, আবার সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন এমন কথাও বলছেন নেতাদের অনেকে।

 

জি এম কাদেরের পক্ষের নেতারা জানিয়েছেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।পাশাপাশি তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তাঁরা বর্তমান সংবিধানের ভেতরে থেকেই উপায় বের করতে চান। সে জন্যই তাঁরা আলোচনার কথা বলছেন। দলের মহাসচিব মুজিবুল হক গত রোববার বলেন, ‘ক্ষমতা থেকে কাউকে নামানো বা বসানোর জন্য জাতীয় পার্টি ব্যবহার হতে চায় না। আমরা সংলাপ বা আলোচনার মাধ্যমে সংবিধানের ভেতরে থেকে সমস্যার সমাধান করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই।’ দলে কর্তৃত্ব নিয়ে দেবর- ভাবী বিরোধ থাকলেও নির্বাচন নিয়ে দুই পক্ষ এখন অনেকটা একই অবস্থানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন