নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতিরোধে আওয়ামী লীগ এবার আর ২০১৪ ও ১৮ সালের মতো একতরফা নির্বাচন করতে পারবে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতারা প্রায়ই বলে, বিএনপি ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। ষড়যন্ত্র, চক্রান্ত তোমরা করছ। এ দেশের মানুষের সব অধিকার তোমরা কেড়ে নিয়েছ। আবার একটা ভোটের দিকে যেতে চাও, আবার আগের মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমরা ট্রফি নিয়ে চলে যাবে। এ দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে এটা আর সম্ভব হবে না। এবার আর আওয়ামী লীগ ওয়াকওভার পাবে না। এ দেশের মানুষ এবার রুখে দাঁড়াবে।’